ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নৌ ধর্মঘট প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
নৌ ধর্মঘট প্রত্যাহার নৌযান

ঢাকা: নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকেরা।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে শ্রম অধিদপ্তরে রাত ১১টা পর্যন্ত সরকার ও শ্রমিক নেতাদের সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অাকতারুল ইসলাম জানান, নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক প্রতিনিধিরা।

এর আগে খোরাকি ভাতাসহ ১১ দফা দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এতে ঢাকার সদরঘাটসহ নদীপথে মানুষ ও পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এমঅাইএইচ/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।