ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেন আসছে দেখেও বাঁচতে পারল না শিশুটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ট্রেন আসছে দেখেও বাঁচতে পারল না শিশুটি নিহত হাসান/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় হাসান আলী (৩) নামের এক শিশু নিহত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলার পিপুলিয়া গ্রামের রিপন মিয়ার ছেলে হাসান। পরিবারের সঙ্গে সে পশ্চিম নাখালপাড়ার ২৭২/২ নম্বর বাসায় থাকতো। ৩ ছেলের মধ্যে সবার ছোট সে।

নিহতের চাচা মো. শাহজাহান জানান, দুপুরে বাসার পাশের রেললাইনে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল হাসান। তখনই কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হয় শিশুটি। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর অাঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

রেললাইনে অন্য বাচ্চাদের সঙ্গে খেলার সময় ট্রেন আসার ব্যাপারটা হাসান দেখতে পায়। এমন সময় অন্যা বাচ্চারা ট্রেন ট্রেন বলে চিৎকার দিয়ে সরে গেলেও লাইনের পাশে উঁচু মাটির স্তুপ থাকায় শিশু হাসান রেললাইন থেকে সরতে পারেনি। তখনই তাকে ট্রেনটি ধাক্কা দেয়।  

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উল ইসলাম জানান, রেললাইনে খেলার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়ে পরে চিকিৎসাধীন হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এজেডএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।