ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘অসৎ উদ্দেশ্যে এসব গুজব ছড়ানো হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
‘অসৎ উদ্দেশ্যে এসব গুজব ছড়ানো হচ্ছে’ গুজব, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বরিশালে সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: গুজব, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বরিশালে জেলা প্রশাসনের সঙ্গে ধর্মীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় সভাপতির বক্তব্যে বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল বিভিন্ন গুজব ছড়াচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গুজব প্রতিরোধে জেলা পর্যায়ে মনিটরিং সেল কাজ করছে জানিয়ে তিনি বলেন, গুজব, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ধর্মীয় নেতারা বিশেষ করে ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিতরা ভূমিকা রাখছেন। তারা সমাজের নানা ধরনের অবক্ষয় প্রতিরোধে নিজ উদ্যোগে কাজ করছেন। বর্তমান দেশের চলমান গুজব প্রতিরোধে তাদের আরও বেশি ভূমিকা নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইদ্রিছ, বরিশাল ইমাম সমিতির সভাপতি কাজী আবদুল ফারুক, জেলা ইমাম সমিতির সম্পাদক বরিশাল মাওলানা ডা. এম, এ, ছালা, বাবুগঞ্জ উপজেলার ইমাম সমিতির সভাপতি আবদুল হান্নান খানসহ বরিশাল নগরের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমরা।

এছাড়া, দুপুর ১টার দিকে পুরোহিত ও ফাদারদের অংশগ্রহণে গুজব, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ধর্মীয় নেতাদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বরিশালের সহকারী পরিচালক দেবাশীষ দাস, অমৃত লাল দে কলেজের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, রামকৃষ্ণ মিশনের বলোদেব বলোরাম দাস, সেন্ট পিটার্স চার্চের রেভ আলবার্ট হালদার।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, ধর্মরক্ষিণী সভাগৃহের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহাসহ বিভিন্ন মন্দির, গির্জা এবং প্যাগোডার নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে গুজব ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নিত্য প্রয়োজনীয় বাজারে অস্থিরতা তৈরিসহ স্থানীয় জনসাধারণের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে এক শ্রেণির মানুষ।  

অসৎ উদ্দেশ্যে এসব গুজব ছড়ানো হচ্ছে, যা প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।