ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

১৮২ জন প্রতিবন্ধীকে নিয়ে ক্রীড়া উৎসবের আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
১৮২ জন প্রতিবন্ধীকে নিয়ে ক্রীড়া উৎসবের আয়োজন প্রতিবন্ধী স্কুলের ১৮২ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে উৎসব। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ে ১৮২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে নিয়ে অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব পালন করা হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দেশ প্রতিবন্ধী স্কুলের ১৮২ জন ছাত্র-ছাত্রী নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুই (এমপি)।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজিয়া ইসলাম, দেশ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।