ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চের যাজক রাজু পাড়ৈ।

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার বৈরকাঠীর চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চে ধর্মীয় কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চের (ফেলোশিপ চার্চ) যাজক রাজু পাড়ৈ।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ৭৩ বছরের পুরোনো এই চার্চ শুরু থেকেই সর্বস্বত্যাগী ধর্মপ্রচারকরা পরিচালনা করে আসছেন।

এ চার্চ বাংলাদেশের সব সহভাগিতা চার্চের কেন্দ্রবিন্দু এবং সহভাগিতা চার্চের প্রত্যেক সদস্যের কাছে পূণ্যভূমি হিসেবে আখ্যায়িত। চার্চটিতে অবস্থানকারী ধর্ম প্রচারকরা সবাই সর্বস্বত্যাগী, উৎসর্গী, অবৈতনিক ও অবিবাহিত।

‘চার্চটি পরিচালিত হয় চার্চভুক্ত নিয়মিত সদস্যদের স্বেচ্ছাদান ও দশমাংশের টাকায়। এই চার্চের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি সম্পূর্ণ পবিত্র বাইবেলভিত্তিক ঈশ্বরতান্ত্রিক। পবিত্র বাইবেলই এই চার্চের সংবিধান। কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল প্রচলিত বিশ্বাস ও শিক্ষা থেকে বেরিয়ে ভ্রান্ত পথে পরিচালিত হয়ে এই পবিত্র চার্চকে এবং চার্চের নিয়মনীতি ও অস্তিত্ব বিলুপ্ত করে দখলের চেষ্টায় লিপ্ত হয়েছে। ’

‘চক্রটি বিভিন্ন সময়ে অহেতুক মিথ্যা ধর্মকর্ম করার নামে যখন তখন যাজকদেরউপর চড়াও হচ্ছে, শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করছে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে চার্চ থেকে যাজকদের উৎখাতের চেষ্টা করছে। তারা বিভিন্ন সময়ে কম্পাউন্ডে ঢুকে হট্টগোল ও অরজকতা তৈরী করছে এবং কম্পাউন্ডের বাইরেও যাজকদের শারীরিক ও মানসিক ভাবে লাঞ্ছিত করছে। ’

তিনি বলেন আরও বলেন, মিল্টন সমাদ্দার, লিটন সমাদ্দার, অসীম সমাদ্দারসহ চক্রের সদস্যরা চার্চের পবিত্রতা নষ্ট, চার্চের সদস্যদের মারধর করাসহ বিভিন্ন ভাবে চার্চ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। চার্চের বৈধ প্রায় তিন একর জমির বিভিন্ন স্থান থেকে তারা বিভিন্নভাবে দখলের চেষ্টা করছে। যাতে বাধা দিলে গত ১৫ আগস্ট চার্চের যাজক কম্পাউন্ডে বসে সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে। যে ঘটনায় ২২ আগস্ট চার্চের যাজক হ্যানসন দারিয়েল হাঁসদা উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। কিন্তু অসাধু চক্রটি এরপরও নানাভাবে অপপ্রচার চালাচ্ছে ও যাজকদের ভয়ভীতি দেখাচ্ছে।

এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে উপস্থিত যাজকসহ চার্চের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।