ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোটরযান নবায়ন বিআরটিএ’র যেকোনো সার্কেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
মোটরযান নবায়ন বিআরটিএ’র যেকোনো সার্কেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যেকোনো সার্কেল থেকে মোটরযানের ফিটনেস নবায়ন করার সুযোগ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে গত ১ ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতদিন বিআরটিএ’র এক সার্কেলে নিবন্ধন করা মোটরযান অপর সার্কেলে ফিটনেস নবায়ন করার সুযোগ ছিল না।

এতে ফলো মোটরযান মালিকদের সমস্যা হতো।

এ বাধা তুলে দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন- ২০১৮ ধারা  ১২৪ (১) খ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিআরটিএ’র যেকোনো সার্কেল থেকে রেজিস্ট্রেশন করা মোটরযানের ফিটনেস নবায়ন যেকোনো সার্কেল থেকে করার সুযোগ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।