ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে তরুণের গলাকাটা মর‌দেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
নলছিটিতে তরুণের গলাকাটা মর‌দেহ উদ্ধার

ঝালকা‌ঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় সজল দেওয়ান (২৮) নামে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সজলকে গলা কেটে হত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ ডি‌সেম্বর) সকালে উপজেলার মালিপুর গ্রামে সজলের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সজল দেওয়ান ওই উপজেলার মালিপুর গ্রামের বা‌সিন্দা ও মালিপুর দরবার শরীফের সাবেক উপদেষ্টা মৃত আমির দেওয়ানের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল হালিম তালুকদার বাংলানিউজকে বলেন, সকালে নিহত সজলের বোন সফি বেগম ঘরের সামনে গেলে রক্তাক্ত অবস্থায় তার মর‌দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার (৪ ডিসেম্বর) রাতে সজলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডি‌সেম্বর ০৫, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।