ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ৫ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
আশুলিয়ায় ৫ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে গিয়ে আলামিন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে আশুলিয়ার কুরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলামিন নীলফামারী জেলারা জলঢাকা থানার পূর্ব শিমুলবাড়ি গ্রামের আহিনুরের ছেলে।

তিনি ওই এলাকার অ্যাডভোকেট সাহাবুদ্দিনের মালিকানাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুজ্জামান বাংলানিউজকে বলেন, আলামিনের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।