ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‌্যালি-আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
বগুড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‌্যালি-আলোচনা

বগুড়া: বগুড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘অভিগম্য আগামীর পথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে র‌্যালিতে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদসহ ছয় শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

র‌্যালি শেষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার বেগম।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ বলেন, প্রতিবন্ধীতার জন্য শিশুরা দায়ী নয়। তাই তাদের অন্যদের সঙ্গে মেশার সুযোগ দিতে হবে। আর তাদের প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে হবে। এতে তারা আর মনে কষ্ট পাবে না।

তিনি আরও বলেন, গর্ভকালীন সময়ে মায়ের অসচেতনতার জন্যই বেশিরভাগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম হয়। তাই এসময় বাবা-মার অবশ্যই সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে।

আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মঙ্গে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।