ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের কৃষ্ণনগর এলাকায় প্রতিপক্ষের হামলায় হেলাল আকন (৩৫) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহত হেলাল আকন বাগেরহাট শহরতলির কৃষ্ণনগর এলাকার শাহজাহান আকনের ছেলে।

নিহতের স্ত্রী শারমিন বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেশী মনা খানের ছেলে আবুল ও তার ভাই আমার স্বামীকে ডেকে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে সে অচেতন হয়ে পড়লে খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় সে। আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।  


বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, হেলালের সঙ্গে স্থানীয় কিছু লোকের বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।