ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ২৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
না’গঞ্জে ২৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক জব্দ হওয়া গাঁজা, ইনসাটে প্রাইভেটকার ও আটক নাজমুল হোসেন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ নাজমুল হোসেন (২৪) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

এর আগে শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায় তল্লাশির সময় নাজমুল হোসেনকে আটক করেন র‌্যাবের সদস্যরা।

এ সময় তার কাছ থেকে ৩৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।  

র‌্যাব জানায়, আটক মাদকবিক্রেতাকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তার বাড়ি কুমিল্লা জেলার কসবা থানার হাক্র এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।