ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশ, পুলিশের বাধায় পণ্ড মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশ, পুলিশের বাধায় পণ্ড মিছিল

বরিশাল: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।

পরে সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।  

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় নগরের সদররোডের বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর যুবদল।

জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন  প্রমুখ।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে কিছু দূর এগুলে পুলিশের বাধায় তা আটকে যায়।

মিছিল নিয়ে এগুতে না পেরে পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনের সড়কে বসে বিক্ষোভ প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।