ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় উদ্ধার গাজীপুরের অপহৃত কিশোরী, আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
আশুলিয়ায় উদ্ধার গাজীপুরের অপহৃত কিশোরী, আটক ৩ আটক তিন অপহরণকারী, ছবি: বাংলানিউজ

ঢাকা: গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে অপহরণ হয়েছিল এক কিশোরী (১৫)। চারদিন পর সভারের আশুলিয়ার ফিনিক্স রোড এলাকা থেকে তাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। একইসঙ্গে অভিযানে এই অপহরণ চক্রের তিন সদস্যকেও আটক করা হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক তিন অপহরণকারী হলেন, আলী হোসেন (৪৪), সোলায়মান (৩৬) ও শামীম (২২)।

সাজেদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‍্যা্ব-৪ এর একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণের শিকার কিশোরী উদ্ধারের পাশাপাশি তিন অপহরণকারীকে আটক করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে পরিকল্পিতভাবে ওই কিশোরীকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে তুলে নিয়ে যান আলী হোসেন। এরপর আশুলিয়ায় একটি রুমে আটকে রেখে সোলায়মান, শামীমসহ তিনজন মিলে তাকে ধর্ষণ করেন।

অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।