ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাথরভর্তি ট্রাকে ফেনসিডিলের চালান, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
পাথরভর্তি ট্রাকে ফেনসিডিলের চালান, আটক ২ র‌্যাবের হাতে আটক সোহাগ ও মানিক মিয়া।

ঢাকা: সাভারের আশুলিয়ার জিরাবো চৌরাস্তায় অভিযান চালিয়ে একটি পাথরভর্তি ট্রাক থেকে ৯৭০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

আটকরা হলেন- সোহাগ (৩৫) ও মানিক মিয়া (২১)। এ সময় ১২ টন পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়।

রোববার (৮ ডিসেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের= আটক করা হয়।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা বিরামপুর থেকে ট্রাক যোগে একটি মাদকের চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ায় র‌্যাব-১। রোববার ভোরে জিরাবো চৌরাস্তায় একটি পাথরভর্তি ট্রাক তল্লাশি করে ৯৭০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

আটকরা দীর্ঘদিন ধরে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে রাজধানীতে মাদকের চালন সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।