ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলচালক ইমরান হাসান (২৫) নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অটোরিকশায় থাকা চার যাত্রী।

রোববার (৮ ডিসেম্বর) রাতে গফরগাঁও-দেওয়ানগঞ্জ সড়কের আলতাফ হোসেন গোলন্দাজ সেতুতে এ দুর্ঘটনা ঘটে।   

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দত্ত বাজার ইউনিয়নের বিরই গ্রামের ইমরান হাসান ওই সেতুতে ঘুরতে যায়।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।

এছাড়া অটোরিকশার চার যাত্রীও আহত হন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতে তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।