ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

খাগড়াছড়ি: ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন: দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ সহযোগিতায় পৌর টাউন হল এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার রওনক আলম, দুদকের সহকারী পরিচালক মো. আবুল বাশার, সনাক সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, দুপ্রক সভাপতি সুদর্শন দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে টিআইবি, সনাক, স্বজন, ইয়েসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতির কারণে দেশের সাধারন জনগণ হয়রানির শিকার হচ্ছেন। দুর্নীতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যার কারণে সাধারণ জনগণ মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন।  

এসময় দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনতা, গণমাধ্যম ও বেসরকারি সংগঠন যেন সোচ্চার ভূমিকা পালন করতে পারে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানো এবং গণ স্বাক্ষর সংগ্রহ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।