ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সার্কের ৩৫তম চার্টার্ড ডে উপলক্ষে সেমিনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
সার্কের ৩৫তম চার্টার্ড ডে উপলক্ষে সেমিনার

ঢাকা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ৩৫তম চার্টার্ড ডে উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে সার্সোর প্রধান কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সার্কভুক্ত দেশগুলোর মান সংস্থা নিয়ে গঠিত সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সার্সো) এ সেমিনারের আয়োজন করে।

এতে স্বাগত বক্তব্য রাখেন সার্সোর মহাপরিচালক দেভেন্দ্র।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, সার্কের পরিচালক (ইটিএফ) চঞ্চল চন্দ্র সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ইসরাত আরা প্রমুখ।

সেমিনার বিএসটিআই মহাপরিচালক ব্যবসা-বাণিজ্য প্রসারে আন্তর্জাতিক এবং আঞ্চলিক মান গৃহীতকরণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।