ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
বগুড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন

বগুড়া: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন ও জেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে মানববন্ধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, সোনার বাংলাদেশ গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে।

 

তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ তখনই গড়ে উঠবে যখন সবাই অন্তর থেকে নিজেদের দুর্নীতিমুক্ত রাখবে।

এর আগে দিবসটি উপলক্ষে সোমবার সকালে শহরের সেউজগাড়ি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, জেলা প্রশাসন এবং টিআইবি’র সহযোগিতায় উদ্বোধনের পর শহরের সাতমাথায় জেলার সকল সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ সব শ্রেণী-পেশার তিনশ’র বেশি মানুষের উপস্থিতিতে মানব-বন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, দুদক বগুড়ার পিপি আবুল কালাম আজাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এ্যাডভোকেট বিনয় কুমার দাস, সনাক বগুড়ার সভাপতি মাছুদুর রহমান হেলাল এবং সুজনের সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাউছার রহমান, নেকটার বগুড়ার উপ-পরিচালক মাহমুদুর রহমান, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক সৈয়দ মেসবাহ, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, প্রভাষক খোরশেদ আলম শিপন, সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম বদিউজ্জামান, ব্যবসায়ী নেতাদের পক্ষে পরিমল প্রসাদ রাজ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।