ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিআরটিসি বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
বিআরটিসি বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ: ময়মনসিংহ থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এমন সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিকরা জানান, মালিকদের নির্দেশে বাস বন্ধ রাখতে হয়েছে।

সম্প্রতি চালু হওয়া আন্তঃজেলা বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে হঠাৎ বাস বন্ধ হওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।