ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কা‌লিয়া‌কৈ‌রে ৬ ইটভাটা ভাঙলো প‌রি‌বেশ অ‌ধিদপ্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
কা‌লিয়া‌কৈ‌রে ৬ ইটভাটা ভাঙলো প‌রি‌বেশ অ‌ধিদপ্তর ভাঙা হচ্ছে ইটভাটা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর উপ‌জেলার উত্তর দা‌ড়িয়াপুর এলাকায় ছয়টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙে দি‌য়ে‌ছে প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ডি‌সেম্বর) দিনব্যা‌পী প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের ম‌নিট‌রিং অ্যান্ড এন‌ফোর্স‌মেন্ট উইংয়ের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট কাজী তামজীদ আহ‌মেদ আদাল‌তের নেতৃত্ব দেন।

গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, কা‌লিয়া‌কৈর উপ‌জেলার উত্তর দা‌ড়িয়াপুর এলাকায় অবৈধ ইটভাটাবি‌রোধী অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

ওই এলাকায় প‌রি‌বেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা কার্যক্রম প‌রিচালনা করার দা‌য়ে ৬টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙে গুঁ‌ড়ি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

ইটভাটাগু‌লো-কু‌মিদপুর ব্রিকস ম্যানু‌ফেকচারিং (কেবিএম), রাজু র‌বিন ব্রিকস (আরআরবি), কিরণ ব্রিকস (কেইউবি), সান ব্রিকস (এসইউএন), খাজা মাইন উ‌দ্দিন ব্রিকস (কেএমবি) ও স্টার ব্রিকস (এসটিএআর)। এছাড়াও প্র‌ত্যেক ইটভাটা মা‌লিক‌কে পাঁচ লাখ টাকা ক‌রে মোট ৩০ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়।

ভ্রাম্যমাণ আদালত চলাকা‌লে উপ‌স্থিত ছি‌লেন গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার, প‌রিদর্শক শেখ মোজাহীদ, আব্দুর রাজ্জাক ও দিলরুবা আক্তার। এছাড়া ফায়ার সা‌র্ভিস, র‌্যাব ও পু‌লিশ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডি‌সেম্বর ১১, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।