ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: অনুমোদন ছিল না ওই কারখানার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: অনুমোদন ছিল না ওই কারখানার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: কেরানীগঞ্জের ওই কারখানার অনুমোদন ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সেখানে ৭০-৮০ জন শ্রমিক কাজ করতেন।

এরকম একটি মর্মান্তিক ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। যারা স্থানীয় সরকারি কর্মকর্তা, তাদের উচিৎ ছিল ফায়ার সার্ভিসের সঙ্গে এক হয়ে আগে থেকেই এগুলো চিহ্নিত করা। সামনে অবশ্যই তারা এ কাজ করবে।

এ ঘটনায় ৩৪ জন দগ্ধ হয়েছে বলেও জানান তিনি।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগে। এতে প্রাণ হারিয়েছেন একজন এবং দগ্ধ হয়েছেন ৩৪ জন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।