ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গার্ড-লোকো মাস্টারদের সঙ্গে রেলমন্ত্রীর মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
গার্ড-লোকো মাস্টারদের সঙ্গে রেলমন্ত্রীর মতবিনিময়

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের গার্ড ও লোকো মাস্টারদের সঙ্গে মতবিনিময় করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সভায় ট্রেন পরিচালনায় রেলওয়ের গার্ড ও লোকো মাস্টারদের নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার অনুরোধ জানানো হয়।

 

অনুষ্ঠানে রেল সচিব মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।