ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নিকাণ্ড: মর্গের সামনে স্বজনদের হট্টগোল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
অগ্নিকাণ্ড: মর্গের সামনে স্বজনদের হট্টগোল 

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের ময়নাতদন্তে দেরি হওয়ায় মর্গের সামনে হট্টগোল সৃষ্টি করেছেন স্বজনেরা। 

পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় আটজনের মরদেহের ময়নাতদন্তের কার্যক্রম শুরু হয়।   

অগ্নিকাণ্ডে নিহত সুজনের মামা কামাল হোসেন বলেন, সকালে আমার ভাগ্নের মরদেহ মর্গে পাঠানো হয়।

এরই মধ্যে সুরতহাল প্রতিবেদন করেছে পুলিশ। কিন্তু মর্গে চিকিৎসক না থাকায় ময়নাতদন্ত শুরু করা যায়নি।  

তিনি বলেন, সকাল থেকে বসে আছি। কিন্তু এখনও কাজই শুরু হয়নি। আমরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চাই।  

পড়ুন>>কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ১৩

শুধু কামাল হোসেন-ই নন, ময়নাতদন্ত করতে দেরি হওয়ায় মর্গের সামনে হট্টগোল সৃষ্টি করেন দগ্ধ হয়ে নিহত ব্যক্তিদের স্বজনেরা।  

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢামেক হাসপাতাল পরিচালক 
ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে আমি মর্গের সামনে ছুটে গিয়েছি। আজ চিকিৎসকদের একটা সেমিনার ছিল, যেখানে তারা যোগ দেন। ফলে একটু দেরি হয়েছে।  

এদিকে বিকেল চারটার কিছু আগে মর্গে প্রবেশ করেন ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।  

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে কমপক্ষে ৩৫জন ঢামেক হাসপাতালে ভর্তি হন।  

এর মধ্যে এ পর্যন্ত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।