ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক

বেনাপোল (যশোর): ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ২০ হাজার মার্কিন ডলারসহ লাইলী রহমান লাকি (২৭) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ডলার ও দুইটি মোবাইল উদ্ধার করে কাস্টমস শুল্ক গোয়েন্দা। আটক নারী মাদারীপুর জেলার শিবচর গ্রামের রহমান শরীফের মেয়ে।

কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ভারত থেকে ফিরে ওই নারী কাস্টমস স্ক্যান শেষে বের হলে সন্দেহবশত তাকে তল্লাশি করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি মোবাইল জব্দ করা হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার কামরুল হোসেন বাংলানিউজকে জানান, জব্দকৃত ডলার ও মোবাইলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।