ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত আহত হাসিবুল হাসান। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় ছুরিকাঘাতে হাসিবুল হাসান (১৭) নামে এক যুবক আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ওই যুবক রক্তমাখা অবস্থায় পড়েন।  আহত হাসিবুলের বাড়ি বগুড়া সদর উপজেলার কলোনি এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিলা স্কুলের ভেতরে হাসিবুল হাসানকে কয়েকজন যুবক মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসিবুল দৌড়ে পুলিশের সামনে গিয়ে জ্ঞান হয়ে পড়েন। এ সময় পুলিশ সদস্যরা তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, আহত যুবককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।