ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ভৈরব নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
বাগেরহাটে ভৈরব নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার রাধাভল্লব গ্রামের মাঝিভিটা এলাকা সংলগ্ন ভৈরব নদের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

আব্দুর ছত্তার নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সকালে মাঝিভিটায় গরু বাঁধতে গিয়ে এক যুবকের মরদেহ দেখতে পাই।

পরে এলাকাবাসী ও পুলিশকে জানাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, এলাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে রাধাভল্লব গ্রামের মাঝিভিটা এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের গায়ে লাল শার্ট ও শার্টের উপরে একটি নীল রংয়ের গোল গলার গেঞ্জি ছিল। পরনে জার্সি কাপড়ের নেভিব্লু  রংয়ের হাফপ্যান্ট ছিল। তার পরিচয় জানার জন্য সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও বাগেরহাট মডেল থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।