মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলা ইউনিয়নের দাখিল মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আবুল হাসেম আমলা বাজারের ‘বিসমিল্লাহ’ নামক গার্মেন্ট দোকানের মালিক।
নিহতের ছেলে সোহান বাংলানিউজকে বলেন, আগামী শুক্রবার আমার ছোট বোনের বিয়ে। তাই বিয়ের দাওয়াত দিতে যাচ্ছিলেন বাবা। বাড়ি থেকে বের হওয়ার পর পরই খবর আসে তিনি দুর্ঘটনায় মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে দাখিল মোড় হয়ে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক দিয়ে মেহেরপুর অভিমুখে যাচ্ছিলেন আবুল হাসেম। এসময় পেছন দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে আবুল হাসেম রাস্তায় ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আমলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশরাফ বাংলানিউজকে জানান, ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই আবুল হাসেমের মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করলে চালক আল-আমিন পালিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএ