ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাওঘাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দু’জন হলেন- কিশোরগঞ্জের গোছামারা এলাকার শরিফ উদ্দিনের ছেলে প্রাইভেটকার চালক রিপন মিয়া (৩০) ও নরসিংদী কান্দাইল এলাকার বাসিন্দা ট্রাক হেলপার রিফাত মিয়া (১৮)।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে নরসিংদীগামী প্রাইভেটকার একটি রিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালক রিপন ও ট্রাকের সামনে বসে কাজ করতে থাকা হেলপার রিফাত নিহত হন। পরে স্থানীয়রা আহত রিকশাচালক ও প্রাইভেটকারে থাকা এক যাত্রীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রাইভেটকার ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি মোজাফফর।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।