মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে নীলফামারী জেলা সদরের ঢেলাপীর হাটে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের (নবীদের) আওতায় হাট সেট উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সদরের সংগলশী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র বর্ধন বাপী প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে আসাদুজ্জামান নূর আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এ জনপদের মানুষের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সেট নির্মাণ করা হচ্ছে। শিল্পপার্ক স্থাপনের কাজও করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের কথা বিবেচনায় নিয়ে প্রতিটি বিষয়ে নজর রাখছেন। দেশের উন্নয়নে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান করা হচ্ছে। পরে প্রধান অতিথি সেট নির্মাণের ফলক উম্মোচন করেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসএইচ