মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে আয়োজিত বিহারটির প্রয়াত অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পণ্ডিত সত্যপ্রিয় মহাথের আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন।
‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পরম শ্রদ্ধাভাজন ছিলেন পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। এ ধর্মীয় গুরুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান যথাযথ মর্যাদায় যাতে উদযাপন করা যায় সেজন্য সরকারিভাবে সার্বিক সহায়তা দেওয়া হবে’
এছাড়াও এ অনুষ্ঠান যেন সফলতার সঙ্গে শেষ করা যায় সেজন্য সম্প্রদায়, দল-মত নির্বিশেষে এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।
পণ্ডিত সত্যপ্রিয় মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি প্রিয়রত্ন মহাথের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ, কক্সবাজার-৩ (সংরক্ষিত) আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকটে সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবদুল হান্নান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শফি উল্লাহ, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক হামিদুল হক, কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মিছবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা, কক্সবাজার সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. দুলাল চন্দ্র পাল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ূয়া, ট্রাস্টি দীপংকর বড়ুয়া পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, রামু উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মণ্ডল, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদুল আলম, নাইক্ষ্যংছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান তছলিম ইকবাল চৌধুরী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া, কক্সবাজার বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বাবুল বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলক বড়ুয়া আপ্পু। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া ও প্রধান সমন্বয়কারী তরুণ বড়ুয়া।
সভায় আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পণ্ডিত সত্যপ্রিয় মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন করার সিদ্বান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসবি/আরবি/