বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে রেশম র্যালি বের হয়। র্যালিটি পৌর টাউন হল হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে রেশম চাষীদের অংশগ্রহণে শিল্পকলা একাডেমি হলরুমে এক চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য রেশম চাষ সম্প্রসারণ ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের রাঙ্গামাটি প্রকল্প পরিচালক মো. নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, রেশম চাষের মাধ্যমে চাষীদের ভাগ্য বদলের লক্ষ্যে প্রত্যাশা, সফলতা ও প্রাপ্তির বিষয়ে সচেতন হতে হবে। চাষীদের সংকট কাটার মত ফসলের চাষাবাদই চাষীরা করবে, এটিই বাস্তবতা। তাই রেশম চাষের লক্ষ্যে সংশ্লিষ্টদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা আখতারুল ইসলাম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. নুরন্নবী চৌধুরী, খাগড়াছড়ি রেশম সম্প্রসারণ কেন্দ্রের ম্যানেজার মিজানুর রহমান ভুঁইয়া, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এডি/এবি