শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরেকটি বাল্যবিয়ে বন্ধ করেন।
নাজমুল ইসলাম সরকার বাংলানিউজকে জানান, উপজেলার মাটিকাটা ইউনিয়নের রাইপুর ও কৃষ্ণবাটি গ্রামে শুক্রবার দুপুরে তিনি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক দু’টি বাল্যবিয়ে বন্ধ করেছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে দুপুরে বিয়েবাড়ি গিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। পরে বিয়েবাড়ির খাবার স্থানীয় মসজিদ ও এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়। মাটিকাটা ইউনিয়নের রাইপুরে বিয়ে পড়াতে আসা কাজী শিরুল হুদাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় পাত্র ও বরযাত্রীরা পালিয়ে যান।
এছাড়া ১৮ বছর পূর্ণ না হলে মেয়ের বিয়ে দেবেন না বলে নির্বাহী মাজিস্ট্রেটের উপস্থিতিতে অঙ্গিকার করেন অভিভাবকরা।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসএস/ওএইচ/