ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াশার চাদরে মোড়ানো রাজধানী, সর্বনিম্ন তাপমাত্রা ১২.২

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
কুয়াশার চাদরে মোড়ানো রাজধানী, সর্বনিম্ন তাপমাত্রা ১২.২

ঢাকা: পৌষের শুরুতেই শীত জেঁকে বসেছে রাজধানীসহ সারাদেশে। বিগত কয়েকদিন ধরেই কুয়াশার চাদরে মোড়ানো রয়েছে রাজধানী শহর। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের দেখা মিলছে না।

একই ধারাবাহিকতায় শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়ানো রয়েছে রাজধানী শহর। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ রেকর্ড করা হয়েছে ফরিদপুরে। এছাড়া ১০ দশমিক ২ রেকর্ড করা হয়েছে যশোরে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত তাপমাত্রা কম থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ায় তুলনামূলক ঠাণ্ডা কমবে। তবে শীতের এই ধারাবাহিকতা জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। অর্থাৎ ওই সময় পর্যন্ত শীত পড়বে এবার।

কুয়াশার চাদরে মোড়ানো রাজধানী।  ছবি: শাকিল আহমেদ

শৈত্যপ্রবাহের ব্যাপরে তিনি বলেন, আসলে এখন শৈত্যপ্রবাহ নেই। কারণ তাপমাত্রা ১০ ডিগ্রি কিংবা এর নিচে হলে শৈত্যপ্রবাহ বলা হয়। এখন সেটি নেই।

এদিকে সকাল থেকেই শীত উপেক্ষা করে কর্মস্থলে ছুটতে দেখা গেছে রাজধানীর সাধারণ মানুষকে। আরাফাত নামে এক ব্যক্তি বাংলানিউজকে বলেন, আসলে শীতের সকালে কর্মস্থলে যাওয়া খুব কষ্টকর। কারণ ঘুম থেকেই উঠতে ইচ্ছে হয় না।  তবে একটা সুবিধা হচ্ছে শীতের সকালে রাস্তায় জ্যাম তুলনামূলক কম থাকে।

এছাড়া তীব্র শীতে বেশি দুর্ভোগে রয়েছে কোনোমতে স্টেশনে কিংবা পথের ধারে যাদের রাত কাটে, সেইসব ছিন্নমূল মানুষ। পাতলা চাদর কিংবা কম্বল দিয়েই রাত কাটাতে হচ্ছে তাদের। আবার একটি চাদর দিয়েই কয়েকজন মিলে শীত নিবারণের চেষ্টা তাদের।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।