ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।  শনিবার সকাল সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

সূত্রটি জানায়, ভোরের দিকে হঠাৎ কুয়াশা বাড়তে শুরু করে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। ফলে দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরিগুলো। তাছাড়া চ্যানেলমুখ সরু হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌরুটের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ফেরি নোঙর করে আছে বলেও জানায় সূত্রটি।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ভোর ৬টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে ফের চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১,২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।