ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ লুৎফুর রহমান বাপ্পী (২৭) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রঙ্গী বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার লুৎফুর রহমান বাপ্পী উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রঙ্গী বাড়ির জামাল উদ্দিনের ছেলে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।