ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্যার ফজলে হাসান আবেদের সেই স্মিত হাসি ভরসা দিচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
স্যার ফজলে হাসান আবেদের সেই স্মিত হাসি ভরসা দিচ্ছে

ঢাকা: ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান বলেছেন, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটারও ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা থাকে। এই বিশ্বাসে ভর করেই স্যার ফজলে হাসান আবেদ সফলভাবে গড়েছেন বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাক। তবে পৃথিবীতে ভাগ্য বিড়ম্বিত মানুষের সংখ্যা এখনও অগণিত।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুর পর একটি বিবৃতিতে তিনি এ কথা বলেন। পরে শনিবার (২১ ডিসেম্বর) ব্র্যাকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে হোসেন জিল্লুর রহমান বলেন, স্যার ফজলে হাসান আবেদ অসাধারণ দায়িত্ববোধ, সহমর্মিতার গভীর জীবনদর্শন ও নিরলস শ্রমের এক অবিস্মরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব।

তিনি বলেন, বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাক। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ যা সারাবিশ্বে সমাদৃত। কিন্তু এই সাহস, এই আকাঙ্ক্ষা একেবারেই শেকড় থেকে আসা।

ব্র্যাক চেয়ারপারসন বলেন, চলে যাওয়ার বেদনার এই মুহূর্তে তার সেই স্মিত হাসি ভরসা দিচ্ছে। তার সহমর্মিতা, দায়িত্ববোধ ও শ্রম আঁকড়ে ধরে আরও বহুদূর যাওয়া যাবে, যেতে হবে। কারণ পৃথিবীতে ভাগ্য বিড়ম্বিত মানুষের সংখ্যা এখনও অগণিত।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।