ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
কালিহাতীতে যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের দুই দিনপর সেপটিক ট্যাংক থেকে তোফাজ্জল হোসেন তোতা মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামের নারায়ণ মাস্টারের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত তোফাজ্জল পাথালিয়া গ্রামের মৃত সাবাশ উদ্দিনের ছেলে।

বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী বাংলানিউজকে জানান, তোফজ্জল হোসেন তোতা নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তিনি দুইদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ মৃতের স্ত্রী সাথী বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।