ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্রলীগ নেতাসহ আটক ৪

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্রলীগ নেতাসহ আটক ৪

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় আব্দুল আজিজ নামে ছাত্রলীগের এক নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ ডাকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক আজিজ ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

বাকিরা হলেন- মোবারক হোসেন, হাসান ও হারুন মিয়া।  

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আব্দুল আজিজের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। তিনি এতদিন ডিবি পুলিশ পরিচয় দিয়ে জিনজিরা ইউনিয়নের বিভিন্ন মহল্লায় চাঁদাবাজি করতেন। তার বিরুদ্ধে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।