এতে বলা হয়, স্যার ফজলে হাসান আবেদের স্মরণে ২২ ডিসেম্বর (রোববার) বেলা দুইটায় মহাখালী ব্র্যাকের প্রধান কার্যালয়ে এ শোকবই খোলা হবে।
এ ছাড়া আড়ং, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ২৩ ডিসেম্বর থেকে এবং সারাদেশে ব্র্যাকের আঞ্চলিক অফিসগুলোতে ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ শোকবই খোলা থাকবে।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ৮৩ বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্যার ফজলে হাসান আবেদের মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় সেখানেই জানাজা সম্পন্ন করে বনানী কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসই/এমএ