ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুরাগে ফার্নিচারের ট্রাকে হাজার বোতল ফেনসিডিল, আটক ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
তুরাগে ফার্নিচারের ট্রাকে হাজার বোতল ফেনসিডিল, আটক ১  ফার্নিচারের ট্রাকে হাজার বোতল ফেনসিডিল, আটক ১ 

ঢাকা: রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ফার্নিচারের ট্রাকের মধ্যে ফেনসিডিলসহ ইদ্রিস আলী সরদার (২৩) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে তাকে আটক করা হয়।

র‍্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, ইজতেমা মাঠের সড়কের গ্রিনল্যান্ড হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ট্রাকে বিভিন্ন ধরনের ফার্নিচার অন্যান্য সামগ্রীর মধ্যে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। এসময় এক হাজার ৬৮০ বোতল ফেনসিডিল, দুই টি মোবাইল ফোন  এবং  কার্গো ট্রাকটি জব্দ করা হয়।

 

তিনি বলেন, আটক ইদ্রিস আলী সরদার মাদক চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কয়েকজন দিনাজপুর জেলা থেকে ফেনসিডিল নিয়ে আসে। এরপর বিভিন্ন পরিবহনে করে অভিনব পন্থায় ফেনসিডিল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে।

তিনি আরও বলেন, দিনাজপুরের এক ব্যক্তি এ চক্রের মূলহোতা। তার মাধ্যমে মাদক ব্যবসায় জড়িত হয় ইদ্রিস। সে কার্গো ট্রাকটির হেলপারের পাশাপাশি মাদকদ্রব্য পরিবহনে তার সহযোগী হিসেবে কাজ করে। সে এর মধ্যে  ৫ থেকে ৬ টি ফেনসিডিলের চালান রাজধানীসহ ও আশপাশের জেলায় এনেছে বলে স্বীকার করে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ১৫ থেকে ২০ হাজার টাকা দিত বলেও জানান কামরুজ্জামান।  

ইদ্রিসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  


বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এমএমআই/এসএমএকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।