ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে হাজারো শিক্ষার্থীর হাতে ‘অসমাপ্ত আত্মজীবনী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
সিলেটে হাজারো শিক্ষার্থীর হাতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ সিলেটে হাজারো শিক্ষার্থী হাতে ‘অসমাপ্ত আত্মজীবনী’

সিলেট: সিলেটে হাজারো শিক্ষার্থীর হাতে জাতির জনকের 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ তুলে দেওয়া হয়েছে।
 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইনোভেটর ও সিলেট জেলা পরিষদ আয়োজিত' বইপড়া উৎসবের উদ্বোধনী হয়। অনুষ্ঠানে এক হাজার ৭ জন শিক্ষার্থীর হাতে বইটি তুলে দেওয়া হয়।


 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় গ্রন্থের নাম শেখ মুজিব। মুজিবকে না পড়লে,  মুজিবের জীবনকে না জানলে বাংলায়জনমের অতৃপ্তি রয়েই যাবে। তারা বলেন, মুজিব পাঠ ভিন্ন বাঙালি জীবন কখনোই সম্পূর্ণ হয় না। কেননা, শেখ মুজিব আর বাংলাদেশ একই বৃন্তে গাঁথা।
 
বক্তারা আরও বলেন, আমাদের সাহসের জন্য, দ্রোহ, বিপ্লব আর সংগ্রামের প্রেরণার জন্য, মুক্তিযুদ্ধের গৌরব আর শৌর্যকে অন্তরে প্রতিষ্ঠার জন্য শেখ মুজিবকে অধ্যয়ন জরুরি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তাহমিদুল হক, জেলা পরিষদ, সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ এবং শহীদ আলতাফ মাহমুদ কন্যা, শাওন মাহমুদ।
 
ইনোভেটরের মুখ্য সঞ্চালক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বইপড়া উৎসবের পথচলা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ইনোভেটরের নির্বাহী সঞ্চালক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব।
 
ইনোভেটর এর সদস্য ঈশিতা ঘোষ চৌধুরী এবং সুপ্রিয়া তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বইপড়া উৎসবে অংশগ্রহণের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমসি কলেজের শিক্ষার্থী কাকনপ্রিয়া গোস্বামী এবং সোবহানিঘাট মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল মোমিন।  

আলোচনাসভা শেষে বইপড়া উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা। মুজিববর্ষকে সামনে রেখে বইপড়া উৎসবের এবারের আসরটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে উৎসর্গ করা হয়।
 
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এনইউ/এসএমএকে/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।