আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদকে শ্রদ্ধা। ছবি: জিএম মুজিবুর
১৯৭২ সালে ত্রাণকার্যের মধ্য দিয়ে যে অগ্রযাত্রা, আজ তা পৃথিবীর সর্ববৃহৎ এনজিও। এর মধ্য দিয়েই বোঝা যায়, ফজলে হাসান আবেদের মেধা, শ্রম ও আন্তরিকতার পরিচয়।
রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানানোর পর এমনটাই জানালেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
তিনি বলেন, ১৯৫২ সাল থেকে আমাদের বন্ধুত্ব।
আবেদ শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য-বিমোচনে কাজ করেছেন। তার ব্র্যাক বাংলাদেশকে সারাবিশ্বে পরিচিত করেছে। তার সাফল্য প্রশ্নাতীত। ফজলে হাসান আবেদের আদর্শ অনুসরণ করেই ব্র্যাকের সবাই এ প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এইচএমএস/একে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।