ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চোখের জলে স্যার ফজলে হাসান আবেদকে বিদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
চোখের জলে স্যার ফজলে হাসান আবেদকে বিদায়

ঢাকা: চোখের জলে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে বিদায় জানালো সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা আর ভালোবাসায় সবার প্রিয় আবেদ ভাইকে বিদায় জানাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জনতার ঢল নেমেছিল। 

রোববার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের মরদেহ দাফনের জন্য নিয়ে আসা হয়। শেষ বিদায় দিতে কবরের পাশে জড়ো হয়েছেন স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা।

উপস্থিত রয়েছেন মরহুমের ছেলে ও মেয়ে।  

এর আগে, জানাজায় সর্বস্তরের মানুষের পাশাপাশি অংশগ্রহণ করেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদসহ নানা শ্রেণি-পেশার মানুষ।  

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, তিন নাতি-নাতনিসহ বিশ্বজুড়ে কোটি কোটি শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরও পড়ুন...
** স্যার আবেদের কফিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা
** আর্মি স্টেডিয়ামে স্যার আবেদের মরদেহ
** স্যার আবেদকে শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে জনতার ঢল
** স্যার আবেদকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত আর্মি স্টেডিয়াম
** মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্যার ফজলে হাসান আবেদ
** ‘স্যার আবেদ বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন’
** আবেদের জীবন থেকে তরুণদের শিক্ষা নেওয়ার পরামর্শ ইউনূসের
** স্যার ফজলে হাসান আবেদের শ্রদ্ধায় শোকবই
** ‘গরিব মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে গেছেন স্যার আবেদ’
** স্যার আবেদের অবদান বিশ্ব স্মরণ রাখবে: ফখরুল
** শ্রদ্ধা-ভালোবাসায় স্যার আবেদকে শেষ বিদায়
** স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।