রোববার (২২ ডিসেম্বর) দুপুরে কবরস্থানে যান তিনি। এ সময় কবরস্থানের ভেতরে ভারাক্রান্ত মনে বসে ছিলেন ড. কামাল হোসেন।
বনানী কবরস্থান মসজিদে জোহরের নামাজ অাদায় করেন ড. কামাল হোসেন। এদিকে আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা ও জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে স্যার ফজলে হাসান আবেদকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
এর আগে গত ২০ ডিসেম্বর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক মেয়ে, এক ছেলে, তিন নাতি-নাতনিসহ বিশ্বজুড়ে অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
টিএম/এমএ