রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে নীলসাগর ট্রেনটি অপেক্ষাকৃত কম সুযোগ-সুবিধা সম্বলিত ভারতীয় কোচ দিয়ে পরিচালিত হয়ে আসছে। ইতোপূর্বে ওই ট্রেন বহরে ১২টি আধুনিক কোচ প্রত্যাহার করে পঞ্চগড় টু ঢাকা রুটে একটি নতুন ট্রেন চালু করা হয়।
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নীলসাগর ট্রেনে নতুন কোচ সংযোজনের জন্য অনুরোধ জানান। সেই হিসেবে বদলে যাচ্ছে নীলফামারীর সীমান্ত জনপদ চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে চলাচলকারী ট্রেনটি।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, নীলফামারীবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন দিনে ও রাতে ট্রেন চালুর জন্য। তবে আপাত ডাবল পাওয়া না গেলেও নীলসাগর ট্রেনে নতুন কোচ যোগ হচ্ছে এতে আমরা আনন্দিত।
রেলওয়ের একটি সূত্রমতে, ইঞ্জিন সংকটের কারণে আপাতত চিলাহাটি-ঢাকা রুটে একাধিক ট্রেন চালানো যাচ্ছে না। বিদেশ থেকে কিছু ইঞ্জিন আনা হচ্ছে। তখন লাভজনক এ রুটে দু’টি ট্রেন চালানো সম্ভব হবে।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, এ ব্যাপারে প্রস্ততি সম্পন্ন হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর বদলে যাবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরএ