ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
রূপগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২২ ডিসেম্বর) এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারী। উপজেলার শান্তি নগড় এলাকায় এ ঘটনা ঘটে।

তালাকপ্রাপ্ত স্ত্রী হাবিবা আক্তার ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

অভিযোগের বাদী হাবিবা আক্তার জানান, চলতি বছরের আগস্টে কর্নগোপ এলাকার ফজলুল হকের ছেলে শাজাহানের সঙ্গে বিয়ে হয় তার। পরে পারিবারিক কলহ এবং দাম্পত্য জীবনে সুখী না হওয়ায় গত দুই ডিসেম্বর স্বামীকে তালাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যায় শাজাহান জোরপূর্বক হাবিবাকে তুলে নিয়ে যায় এবং বেধরক মারধর করেন। ঘটনার খবর ছড়িয়ে পরলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো ধরনের আইনের আশ্রয় নিলে নির্যাতিত হাবিবাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।