শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তৌহিদুল ইসলাম নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে।
নিহত তৌহিদের বাবা আতাব আলী চৌধুরী ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেডিক্যাল কলেজ থেকে মরদেহ নিয়ে এসে দুপুরে নামাজে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর রোববার বিকেল ৫টার দিকে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলছিল। এসময় রসায়ন ল্যাবে বিস্ফোরণে সাত শিক্ষার্থী আহত হন। তৌহিদসহ তিন জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরএ