রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হামজা ওই এলাকার রান্টু মিয়ার ছেলে ও মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল বাংলানিউজকে জানান, দুপুরে বনপাড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল আমীর হামজা। পথে ওই মহাসড়কে গুনাইহাটি এলাকায় নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় আমীর হামজা। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসআরএস