ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে ভুয়া ডেন্টিস্ট-টেকনিশিয়ানের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
বাকেরগঞ্জে ভুয়া ডেন্টিস্ট-টেকনিশিয়ানের কারাদণ্ড 

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক ভুয়া ডেন্টিস্ট ও এক মেডিকেল টেকনোলস্টিকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।

জানা যায়, বাকেরগঞ্জের কালিগঞ্জ বাজারে শাহানারা ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়ে শামীম হোসেন নামে একজন ভুয়া ডেন্টিস্টকে আটক করা হয়।

 

পরে উপজেলার সদর রোড এলাকায় পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা-নিরীক্ষার যান্ত্রপাতি ছাড়াও নানা অনিয়মের ঘটনায় মো. সুজন নামে এক টেকনোলজিস্টকে আটক করা হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।  

পরে তাদের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স না থাকায় শাহানারা ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।  

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।