ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে মানুষের কঙ্কালসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আড়াইহাজারে মানুষের কঙ্কালসহ আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে মানুষের কয়েকটি কঙ্কালসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের আহেদ আলীর ছেলে আলতাফ (৩৫) ও একই এলাকার লতিফের ছেলে সহিদ (২৫)।

 

আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম ফেরিঘাট অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে একটি বাস তল্লাশি করে দু’টি ব্যাগে রাখা মানুষের কয়েকটি  কঙ্কাল উদ্ধার করা হয়। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরও জানান, আসামিদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সঙ্গে সঙ্গেই একটি মাইক্রোবাস সেটিকে ধাক্কা দেয়। এতে কনস্টেবল বাশার গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে এক হাজার টাকার বিনিময়ে ফেরিঘাট থেকে কঙ্কালগুলো রাজধানীর গুলিস্তানে পৌঁছে দেওয়ার কথা ছিলো। এর আগে কয়েকটি হাত বদল হয়েছে বলেও জানিয়ে তারা-যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।